Khoborerchokh logo

রংপুর পুলিশ লাইন্সে নবনির্মিত বার ব্যারাক উদ্বোধন 225 0

Khoborerchokh logo

রংপুর পুলিশ লাইন্সে নবনির্মিত বার ব্যারাক উদ্বোধন

শনিবার (৭ মার্চ) জেলা পুলিশ লাইন্স, রংপুরের নবনির্মিত বার ব্যারাক উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার, রংপুর।
উদ্বোধনী অনুষ্ঠানে আবু মারুফ হোসেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) রংপুর, ফজলে এলাহী, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (ডিএসবি) রংপুর, আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল রংপুর এবং মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর) রংপুর এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রংপুরসহ পুলিশের অন্যান্য উর্ধবতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com